You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু: মৃত্যু একজনের, হাসপাতালে ৪০ রোগী

দেশে এক দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন।

এ নিয়ে এইডিস মশাবাহিত রোগটিতে নতুন বছরে আটজনের মৃত্যু হল। ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৮৩১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬ জন, ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, ময়মনসিহং বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৯৬ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন