আরো ভালো কাজের আশাবাদ তন্ময় সোহেলের

bonikbarta.com প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৩১

নতুন বছরে তন্ময় সোহেল কয়েকটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন। বছরের শুরুতেই ইউটিউবে প্রকাশিত হয়েছে তার অভিনীত নাটক ‘বেক্কল মেয়ে’। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। মাত্র কয়েক দিনে নাটকটি এরই মধ্যে ২০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ‘বেক্কল বউ’ প্রচারে আসার পর অর্থাৎ ৮ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে রেজা মাহমুদ পরিচালিত ‘চ্যাম্পিয়ন বউ’ নাটকটি। নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ১৩ জানুয়ারি প্রকাশিত হয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘বিরহী চুপিয়া’ নাটকটি। এ নাটকেও তন্ময় সোহেলের অভিনয় দর্শকের ভীষণ ভালো লেগেছে। সর্বশেষ ১৫ জানুয়ারি প্রচারে এসেছে আদিত্য জনি পরিচালিত ‘মাঘ মাসের শীত’ নাটকটি। তার যারা ভক্ত-দর্শক রয়েছেন, তারা তার নতুন নাটকের জন্য অপেক্ষা করেন। বছরের শুরুতেই পরপর কয়েকটি নাটক তন্ময় সোহেল তার ভক্ত-দর্শককে উপহার দিয়েছেন। প্রতিটি নাটকেই তন্ময় সোহেলের অভিনয় দর্শককে মুগ্ধ করছে। প্রতিদিনই প্রতিটি নাটকেরই ভিউ বেড়েই চলেছে। নানা মাধ্যমে তন্ময় সোহেল তার অভিনীত প্রতিটি নাটকের জন্য বেশ সাড়া পাচ্ছেন। তন্ময় সোহেল বলেন, ‘ইংরেজি নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবেই হলো। এরই মধ্যে দুই সপ্তাহের ভেতর আমার অভিনীত কয়েকটি নাটক প্রচারে এসেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও