৫ সেঞ্চুরির পর অপরাজিত ৮৮, গড় ৭৫২, ‘কা-রান’ মেশিনে মুগ্ধ টেন্ডুলকার
এবার আর সেঞ্চুরি হয়নি। ৩৫তম ওভারে ক্রিজে গিয়ে সেটা কতটাই বা সম্ভব! কিন্তু তার পরও যা করলেন কারুন নায়ার, সেটিই ফুটিয়ে তুলল তার অতিমানবীয় ফর্ম। টানা পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার পর এবার তার ব্যাট থেকে এলো ৪৪ বলে ৮৮ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস। রানের প্লাবন বইয়ে দিয়ে হইচই ফেলে দেওয়া ব্যাটসম্যানের পারফরম্যান্সকে অসাধারণ বলছেন স্বয়ং ভারতের ক্রিকেট-ইশ্বর সাচিন টেন্ডুলকার।
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি আর টানা আউট না হয়ে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড আগেই গড়েছিলেন কারুন নায়ার। ভিজায় হাজারে ট্রফিতে বিদার্ভার হয়ে তার সেই অপ্রতিরোধ্য রান-রথ ছুটতে থাকে সেমি-ফাইনালেও।
মহারাষ্ট্রের বিপক্ষে বৃহস্পতিবার সেমি-ফাইনালে বিদার্ভার দুই ওপেনার ধ্রুব শোরে ও ইয়াশ রাথোড় সেঞ্চুরি করেন এবং জুটি গড়েন ২২৪ রানের। তিনে নামা কারুন ক্রিজে যান ৩৫তম ওভারের পঞ্চম বলে। টানা পাঁচ সেঞ্চুরি বিশ্বরেকর্ড যে টানা ছয় সেঞ্চুরিতে গড়াচ্ছে না, তা অনেকটা নিশ্চিত তখনই।
- ট্যাগ:
- খেলা
- সেঞ্চুরি
- ক্রিকেট ম্যাচ