You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে নিতে চায় ভারত

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যার জেরে ১২ জানুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছিল ভারত।

এ বিষয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়ালকে প্রশ্ন করা হয়।

এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমরা আগেও অবস্থান পরিষ্কার করেছি। 

তিনি বলেন, আমাদের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়েও ইতিবাচক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। আমরা দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং সম্পর্ক আরও ইতিবাচক পথে এগিয়ে নিতে চাই। এ অবস্থান আমাদের অপরিবর্তিত।

 কাঁটাতারের বেড়া প্রসঙ্গে নিয়ে রণধীর জসওয়াল বলেন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, আন্তঃসীমান্ত অপরাধ রোধ, পাচার বন্ধ এবং গবাদি পশুর জন্য সুরক্ষিত সীমান্ত তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব কার্যক্রমের অংশ হিসেবে আমরা কাঁটাতারের বেড়া, আলো এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করছি। এ বিষয়ে ভারত দৃঢ়প্রতিজ্ঞ, বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন