চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

টানা ৭ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো চট্টগ্রাম আবাহনী। চলতি মৌসুমে অনিশ্চিতই ছিল চট্টলার দলটির অংশগ্রহণ। জোড়াতালি দিয়ে তৈরি করা দলটি প্রিমিয়ার লিগে হেরেই চলছিল। একটি জয়ের আশায় মাঠে গিয়ে প্রতিবারই হেরে ফিরেছে চট্টগ্রামের দলটি।


শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী পেয়েছে কাঙ্খিত সেই জয়। ১-০ গোলের জয়ে প্রথম পয়েন্ট ঢুকলো চট্টগ্রাম আবাহনীর শূন্য ঝুলিতে।


প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৯মিনিটের মাথায় চট্টগ্রাম আবাহনীর ফাহিম গোল করেন এবং বাকি সময় ওই গোল ধরে রেখে লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে।


পুলিশ এফসির সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই তাদের। চারটি হেরে একটি ড্র করেছে মাত্র। এবারের লিগের সবচেয়ে দুর্বল দল চট্টগ্রাম আবাহনীর কাছেও হারলো পুলিশ। ৮ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর অবস্থান সবার নিচে। ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পুলিশ এফসি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও