ভারতে ধর্মস্থান মামলায় পক্ষ হলো কংগ্রেস, কেন্দ্র এখনো নিরুত্তর
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
ভারতে ধর্মস্থান আইন মামলায় বিরোধী দল কংগ্রেস পক্ষ হলো। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চলমান ওই মামলায় পক্ষ হওয়ার আবেদনপত্র জমা দিয়ে কংগ্রেস ওই আইন বলবৎ রাখতে জোরালোভাবে দলের সমর্থনের কথা জানিয়েছে।
মামলায় পক্ষ হতে চেয়ে জমা দেওয়া আবেদনে সই করেছেন কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল। আবেদনে বলা হয়েছে, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষায় ওই আইন জরুরি। সেই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক। সেসব মামলার উদ্দেশ্য এযাবৎ চলে আসা দেশের ধর্মনিরপেক্ষ নীতি নষ্ট করা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভারতের কংগ্রেস