নতুনত্ব না থাকলে কাজ করি না
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭
প্রায় ৩৫০টি নাটক নির্মাণ করেছেন। পাশাপাশি বানিয়েছেন বিজ্ঞাপনও। বাদ যায়নি বড় পর্দা। নির্মাণ করেছেন সিনেমাও। নতুন বছরে নতুন ঘোষণা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন তপু খান। তার আসন্ন কাজ ও পরিকল্পনার কথা শুনেছেন ইমরুল নূর
বছর শুরু নাটকে
নতুন বছরের শুরুটা নাটক দিয়েই হয়েছে। বছরের প্রথম দিনেই উন্মুক্ত হয়েছে ‘কবিতায় প্রেম’ নাটকটি। অন্তর্জালে আসার পর কাজটি থেকে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। কাজটি নিয়ে একটিও নেগেটিভ মন্তব্য পাইনি, যা পেয়েছি সব ইতিবাচক। বিশেষ করে এমনও মন্তব্য পেয়েছি অনেক শিল্পীর কাছ থেকে যে, আমাদের কখনো স্ক্রিনে এমন এন্ট্রি দেন না। খুবই প্রশংসনীয়। এর কারণ ছিল, এখানে গানের দৃশ্যে জোভান এবং পায়েলের এন্ট্রিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। কারণ নতুনত্ব ছিল। সব মিলিয়ে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি, প্রযোজকও খুশি।