You have reached your daily news limit

Please log in to continue


‘থ্রি ডব্লু’র একজন ওয়ালকটের গল্প

বিখ্যাত ‘থ্রি ডব্লু’র নাম বর্ষীয়ান ক্রিকেটরসিকদের মনে থাকার কথা। চল্লিশ ও পঞ্চাশের দশকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় গরিমা ঐশ্বর্যমণ্ডিত করতে ‘থ্রি ডব্লু’র অবদান ছিল অনস্বীকার্য। কথায় বলে, এক বনে দুই সিংহ থাকতে পারে না। সেখানে ক্যারিবীয় ক্রিকেটের কৌলীন্য ঋদ্ধ হয় ‘থ্রি ডব্লু’র কল্যাণে।

তিন ‘ডব্লু’ মিলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন, যে বৈভব আজও আবিষ্ট করে রেখেছে ১৩টি দ্বীপরাষ্ট্র নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজকে। এত কথার অলিগলি পেরিয়ে মহাসড়কে পৌঁছার পরও ‘থ্রি ডব্লু’র নামই তো বলা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন