ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ মাওবাদী নিহত হয়েছেন। এ নিয়ে চলতি জানুয়ারি মাসেই ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে নিহত মাওবাদী সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদীর সঙ্গে এখনো থেমে থেমে বন্দুক যুদ্ধ চলছে এবং পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এর আগে, গত রোববার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ মাওবাদী নিহত হয়। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘নিহতদের মধ্যে দুজন নারী এবং ৩ জন পুরুষ মাওবাদী রয়েছেন। এদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মাওবাদী
- মাওবাদী হামালা