দীর্ঘদিন পরও ল্যাপটপ নতুনের মতো রাখার কিছু টিপস
যেকোনো ল্যাপটপের কর্মক্ষমতা কয়েক বছর ধরে বজায় রাখতে প্রয়োজন নিয়মমাফিক যত্ন ও পরিচর্যা। ঠিকঠাকভাবে যত্ন নিলে পাঁচ বছর পরও নিজের ল্যাপটপ থেকে নতুনের মতো অভিজ্ঞতা পাওয়া সম্ভব। নির্দিষ্ট কিছু টিপস মেনে চলতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স অর্জন করা যেতে পারে। এর মধ্যে রয়েছে নিয়মিত পরিষ্কার, সফটওয়্যার আপডেট, অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅবের প্রতিবেদনে এমন কিছু টিপস সম্পর্কে বলা হয়েছে
নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ
ল্যাপটপের দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে বড় বাধা হতে পারে ধুলা। কারণ এর মাধ্যমে ভেন্টিলেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এতে ল্যাপটপ নিয়মিত গরম হবে, যা এর কর্মক্ষমতা কমিয়ে দেয়। এজন্য নিয়মমাফিক ল্যাপটপ পরিষ্কার করা জরুরি। তবে তা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যালকোহলের পরিবর্তে নরম কাপড় হালকা ভিজিয়ে নিয়ে প্রথমে ডিসপ্লে পরিষ্কার করে পরে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে। বিভিন্ন পোর্ট ও ফাঁকা অংশ ব্লোয়ারের সাহায্যে পরিষ্কার করা যেতে পারে। সামগ্রিকভাবে ল্যাপটপ পরিষ্কার করার কিট বাজারে পাওয়া যায়। এছাড়া ভেতরের ধুলাবালি একটি নির্দিষ্ট সময় পর পর খুলে পরিষ্কার করা যেতে পারে অথবা পেশাদার প্রতিষ্ঠান বা ব্যক্তির শরণাপন্ন হওয়া যেতে পারে।