নেতানিয়াহুর ‘কিন্তু’তে বিতর্কে যুদ্ধবিরতি

যুগান্তর প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৫

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও হামাস। এ দিন কাতার জানিয়েছে, রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এরই মধ্যে আবার ভোল পালটালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 


বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও, উলটো হামাসের বিরুদ্ধে করলেন নতুন অভিযোগ। হামাসের বিরুদ্ধে ‘শেষ মুহূর্তে সংকট তৈরি’র অভিযোগ তুলে তিনি বলেছেন, গোষ্ঠীটি (হামাস) চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরাইল কোনো বৈঠকে বসবে না। এদিকে হামাস জানিয়েছে, বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ মুহূর্তে এসে নেতানিয়াহুর ‘কিন্তু’তেই বিতর্কের মুখে যুদ্ধবিরতি। দ্য গার্ডিয়ান, আলজাজিরা। 


গাজায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে একমত হয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইল। তবে একমত পোষণের পরপরই নেতানিয়াহু বলেছেন, হামাসের সৃষ্ট ‘শেষ মুহূর্তের সংকট’ দীর্ঘপ্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরাইলকে আটকে রেখেছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও