ইসির কাছেই থাকছে এনআইডি সেবা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:১৫

জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে নির্বাচন কমিশনের পাঠানো প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “গতকাল (বুধবার) আমরা পাঠিয়েছিলাম, আজকে এটা পাস হয়েছে।”


এটা সবচেয়ে দ্রুততম সময়ে উপদেষ্টা পরিষদের অনুমোদন বলেও মন্তব্য করেন তিনি।


জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে বিদ্যমান জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের কাছে বুধবার প্রস্তাব পাঠানো হয়।


নির্বাচন কমিশনের এ প্রস্তাব অনুমোদনের পর সরকারকে এখন অধ্যাদেশ জারি করে আইনটি বাতিল ও আগের আইন বহাল করতে হবে।


রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন ভবনে পিঠা উৎসবের আয়োজন করে, যেখানে অতিথি হয়ে আসেন সিইসি নাসির উদ্দিন, চার কমিশনার ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও