You have reached your daily news limit

Please log in to continue


পুরস্কার বিতরণী মঞ্চে বিরক্ত তামিম, খুশি বিপিএলে বড় সীমানা ফেরায়

পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক ম্যান অব দা ম্যাচ হিসেবে ঘোষণা করলেন তামিম ইকবালের নাম। অধিনায়ক হিসেবে তার এমনিতেও সেখানে থাকার কথা। কিন্তু সঞ্চালক বললেন, “তামিম এখানে নেই, তার বদলে আছেন নাজমুল হোসেন শান্ত।”

ফরচুন বরিশাল অধিনায়ক চোট পেয়েছেন নাকি ক্লান্ত, কিংবা কোনো কারণে মাঠ ছেড়ে গেছেন, এমন অনেক গুঞ্জনই চলছিল। কিন্তু একটু পর তাকে দেখা গেল সংবাদ সম্মেলনে। বিপিএল শুরুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে এলেন তিনি।

খটকা লাগার মতোই ব্যাপার। পরে বরিশাল দল সূত্রে জানা গেল, পুরস্কার বিতরণী মঞ্চের পাশে অপেক্ষায় ছিলেন তামিম। কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ সময়মতো না আসায় অনুষ্ঠানিকতা শুরু হতে দেরি হচ্ছিল। ২০ মিনিট অপেক্ষার পর বিরক্ত হয়ে চলে যান তামিম।

সেখানে অসন্তুষ্ট হলেও তামিম এ দিন সন্তুষ্ট ছিলেন মাঠের সীমানা নিয়ে। সিলেটে মাঠে পর্যাপ্ত জায়গা থাকার পরও সীমানা অনেক ছোট করায় প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে চট্টগ্রামে সীমানা নিয়ে তার আপত্তি নেই।

আভাসটা অবশ্য আগেই ছিল। ‘এখানে এমনিই রান হবে। সীমানা ছোট করার প্রশ্নই আসে না’- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের বাউন্ডারির প্রসঙ্গে ম্যাচর আগের দিনই বলছিলেন মাঠসংশ্লিষ্ট এক কর্মকর্তা। ম্যাচের দিন দেখা গেছে তার কথার প্রতিফলন। মিরপুর বা সিলেটের তুলনায় বেশ বড় চট্টগ্রামের মাঠের সীমানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন