ভ্যাটের চাপে মিষ্টিও এখন ‘তেতো’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৫
মিষ্টি খেতেও এখন গুনতে হবে বাড়তি টাকা। দেশে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। মিষ্টি ও মিষ্টিজাত পণ্যে ভ্যাট ৭ দশমিক ৫ থেকে বেড়ে হয়েছে ১৫ শতাংশ। এরই মধ্যে দাম বাড়ানোয় কমেছে বিক্রি। ক্ষুব্ধ ক্রেতারা। স্বাদের মিষ্টিও যেন তেতো ঠেকছে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, চলমান মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ নাজেহাল। তার ওপর অর্থবছরের মাঝে এভাবে হঠাৎ শুল্ক বাড়ানো ব্যবসায় মারাত্মক প্রভাব ফেলবে। পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও কমবে। গত ডিসেম্বরেও খাদ্যে মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশ। এমন পরিস্থিতিতে শতাধিক পণ্যের শুল্ক ও কর বাড়ানো সাধারণভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়াবে।