রেস্তোরাঁর ওপর ভ্যাট কমতে পারে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩
রেস্তোরাঁর খাবারের বিলের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমতে পারে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট কমানোর বিষয়টি পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়েছে।
এনবিআরের ভ্যাট বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রেস্তোরাঁর বিলের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কত কমানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।