বাতিল হচ্ছে না অস্কার আয়োজন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩
লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। হলিউডসংশ্লিষ্ট অনেকেই রয়েছেন ঘরহারা মানুষের তালিকায়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নানাভাবে এগিয়ে এসেছেন তারকারা। লস অ্যাঞ্জেলেসের এই আগুনের সুদূরপ্রসারী প্রভাব পড়েছে হলিউড ইন্ডাস্ট্রিতেও।
বাতিল হয়েছে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘দ্য পিট’, ‘বেটারম্যান’সহ একাধিক সিনেমার প্রিমিয়ার। পিছিয়েছে অনেক জনপ্রিয় শিল্পীর কনসার্ট ও গান প্রকাশের তারিখ। জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলেসের কারণে যুক্তরাষ্ট্রের একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। সবার একটাই চিন্তা, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে! স্বমহিমায় ফিরবে হলিউড।
- ট্যাগ:
- বিনোদন
- অস্কার
- অস্কার আসর