প্রিয়র ক্রাউডফান্ডিং : যুক্তরাষ্ট্রের ফিনটেকের অংশীদার হওয়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের ফিনটেক কোম্পানির অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশীরা। বৃহৎ পরিসরে অনলাইন পেমেন্ট প্লাটফর্ম প্রিয় পের পরিধি বাড়ানো, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কেন্দ্র প্রিয় একাডেমি গঠন, আমেরিকায় বাংলাদেশী ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড দেয়া, আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্য বিক্রির জন্য ক্রসবর্ডার কমার্স তৈরিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ক্রাউডফান্ডিং করছে প্রিয় ইনকরপোরেশন (ইউএসএ)। এরই অংশ হিসেবে ২৪৭ বাংলাদেশী অ্যাঞ্জেল ইনভেস্টর খুঁজছে প্রতিষ্ঠানটি।
ফ্রিল্যান্সার ও রিমোট প্রফেশনালদের মাঝে এরই মধ্যে প্রিয় পে দারুণ সাড়া ফেলেছে। এ বিষয়ে প্রিয় ইনকরপোরেশনের ফাউন্ডার ও সিইও জাকারিয়া স্বপন বলেন, ‘প্রিয় ইনকরপোরেশন মূলত আমেরিকান প্রতিষ্ঠান। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আমরা সে বিষয়গুলো নিয়েই এক্সপেরিমেন্ট করেছি, যা লাখ লাখ মানুষের জীবনকে পাল্টাতে সহায়ক হতে পারে। তারই একটি প্রিয় পে। আমাদের এ ফিনটেক সেবা ভালো করছে এবং এখন এটাকে স্কেল করার সময় এসেছে। বাংলাদেশে ভালো কল সেন্টার বসানো এবং আরো ১০টি ব্যাংকের সঙ্গে সেবাকে যুক্ত করা। পাশাপাশি নতুন কিছু প্রোগ্রামও নেয়া হবে, যেমন আমেরিকার প্রবাসীদের মাঝে এটাকে জনপ্রিয় করা, যেসব ছাত্রছাত্রী আমেরিকায় পড়তে যায় তাদের ক্রেডিট কার্ড দেয়া ও কানাডা, ইউরোপসহ আরো কয়েকটি দেশে সেবাটি চালু করা।’