এফসিডিতে কমেছে ফ্লোরের ভাড়া ও শুটিং খরচ

জাগো নিউজ ২৪ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

এফডিসিতে শুটিংয়ের খরচ বরাবরই ছিল বেশি। এ নিয়ে অনেক আক্ষেপ-অভিযোগ ছিল। ফ্লোর ভাড়া, ক্যামেরা, লাইট, সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের খরচ এত বেশি যে নির্মাতারা তুলনামূলক কম খরচে এবং বেশি সুবিধা পান বিএফডিসির বাইরে।


চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এফডিসি আবারও নির্মাতাদের আকৃষ্ট করতে শুটিং খরচ কমানোর উদ্যোগ নিয়েছে। পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।


বছরের শুরুতেই এফডিসির পরিচালক (প্রকল্প) মো. রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয় বিষয়টি। বলা হয়, ১ ও ৬ নম্বর ফ্লোর সেট নির্মাণ এবং শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ২ হাজার ৫৫০ ও ৬ হাজার ৫০০ টাকা।


নতুন বিজ্ঞপ্তির ফলে এ ভাড়া কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ও ৫ হাজার টাকা। ২ নম্বর ফ্লোর (এসি ছাড়া) সেট নির্মাণ ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ১ হাজার ৩০০ টাকা। নতুন বিজ্ঞপ্তির ফলে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৪ হাজার ও ৯ হাজার টাকা। ২ নম্বর ফ্লোর (এসিসহ) সেট নির্মাণ ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ১৮ হাজার৫৪০ টাকা। নতুন বিজ্ঞপ্তির ফলে এটি দাঁড়িয়েছে যথাক্রমে ৪ হাজার ও ১১ হাজার ৫০০ টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও