ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে হবে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। তারা বলছে, দ্রব্যমূল্যের কষাঘাত, মূল্যস্ফীতিতে সমস্যা সংকুল জীবন-জীবিকার ওপর অন্তর্বর্তী সরকার আইএমএফর শর্ত পূরণে শতাধিক পণ্যে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএফ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি, দফায় দফায় গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধি, ওষুধপত্রসহ চিকিৎসা ব্যয় বৃদ্ধি, বই, খাতা, কাগজসহ শিক্ষা ব্যয় বৃদ্ধি, শিক্ষা শেষে চাকরির অনিশ্চয়তা ইত্যাদির প্রভাবে জনগণের জীবন জীবিকাকে ক্রমাগত কঠিন থেকে কঠিনতর হয়েছে। এমন সময় অন্তর্বর্তী সরকারের ভ্যাট দ্বিগুণ থেকে তিন গুণ বৃদ্ধি জনগণের ওপর ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে এসেছে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী মার্কিনের দালাল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার এবং ততোধিক ঋণগ্রস্ত করেছে। ঋণখেলাপি, তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, ব্যাংকিং সেক্টরে দেউলিয়াত্বের বিপদ, বিগত সরকারের ন্যায় টাকা ছাপানো ইত্যাদি কারণে দেশের অর্থনীতির ভয়াবহতাকে সামনে আনছে।