ছয় মাসে এডিপির ১৮% বাস্তবায়ন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৫২
ক্ষমতার পালাবদলে মন্থর হয়ে পড়া দেশের উন্নয়ন কাজে গতি ফিরতে শুরু করলেও অন্তর্বর্তীকালীন সরকারের ধীরে চলো নীতিতে ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক পঞ্চমাংশও বাস্তবায়িত হয়নি।
চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৯৭ শতাংশ; যা আগের অর্থবছরের একই সময়ে ২২ দশমিক ৪৮ শতাংশ ছিল।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রকাশিত এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান বলছে, প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের এই হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।