মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস
প্রায় ২৩ বছর আগে মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী আমিনুর রহমান আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছে। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।
মামলায় ৪১ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। আর আসামি শুরু থেকেই পলাতক।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ মোহাম্মদ আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর বিশ্লেষণ করে আমরা উচ্চ আদালতে যাব।”
২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচ থেকে তখনকার জনপ্রিয় বিজ্ঞাপন মডেল তিন্নির লাশ উদ্ধার করা হয়। পরদিন অচেনা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন কেরাণীগঞ্জ থানার তখনকার এএসআই মো. সফি উদ্দিন।