ফের মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে, তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১১:২৫
দেশের উত্তরের জেলা পঞ্চগড় আবারও মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ ডিগ্রির ঘরে নেমে গেছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
হিমালয়ের কোলঘেঁষা এই জেলায় হালকা কুয়াশায় আবৃত হয়ে থাকছে চারদিক। সকালে সূর্যের দেখা মিললেও রোদের তেমন তাপ নেই।
মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
তিনি জানান, পৌষ মাসের শেষের দিকে এসে জেলায় একদিনেই তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আগের দিন সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।