গানে ফেরেনি দর্শক, ভিউ পাচ্ছেন না শিল্পীরা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৮

ইউটিউবে গান প্রকাশের যুগ আসার পর থেকেই একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন বাংলাদেশের তারকা কণ্ঠশিল্পীরা। এই ধারাবাহিকতায় ছেদ পড়ে গত বছর জুলাই আন্দোলনের সময়। সেই যে ভাটা পড়ে ইউটিউব ভিউয়ে, আর ফেরেনি জোয়ার। সরকার পতনের পর দেশ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, বিনোদনের অপরাপর মাধ্যমও হয়েছে সরব, তবু ইউটিউবে গানে ফেরেনি দর্শক।


গত সপ্তাহে ইমরান মাহমুদুল ফিচারিং আসিফ আকবরের ‘মন জানে’ গান প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনে। এক সপ্তাহ পার হলেও গানটি দেখা হয়েছে মাত্র দুই লাখ ৩০ হাজারের কিছু বেশি বার। অথচ আসিফ আকবরের যে ফ্যানবেইস, ইমরানের যে ক্রেজ, তাতে এক সপ্তাহে অন্তত দুই মিলিয়ন মানুষের গানটি দেখার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও