ব্রাজিলে ভূমিধসে ১০ জনের প্রাণহানি
ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার (১২ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিঙ্গা শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শনিবার রাতে রাজ্যটির ইপাটিঙ্গা শহরে এক ঘণ্টায় ৮০ মিলিমিটার (৩.১ ইঞ্চি) বৃষ্টিপাত হয়।
এর ফলে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়রের কার্যালয়।
ফায়ারফাইটাররা ভূমিধসে ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে আট বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে। শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিধস একটি রাস্তার পাশের সবকিছুই ধ্বংস করে দিয়ে যায়।