‘তথ্য আপা’ প্রকল্প: প্রকল্পটি যেন কোনোভাবেই বন্ধ না হয়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৮

দেশের মোট জনসংখ্যার পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সর্বশেষ জনশুমারিই এমন তথ্য বলছে। তার মানে, দেশের জনসংখ্যার অর্ধেকেরই বেশি নারী। নারীর অগ্রগতি ও উন্নয়ন ছাড়া এ দেশের সামগ্রিক উন্নয়নও সম্ভব নয়। নারীর আর্থসামাজিক উন্নয়নে সরকারের অনেকগুলোর প্রকল্প ‘তথ্য আপা’। এটির মাধ্যমে নারীদের মধ্যে নানা বিষয়ে সচেতনতা তৈরিসহ অনেকগুলো সেবা দেওয়া হয়ে থাকে। দুঃখজনক হচ্ছে, সেই প্রকল্পের কর্মকর্তা–কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন–ভাতা পাচ্ছেন না।


নারীর জন্য তথ্যপ্রযুক্তি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরি, আইন, কৃষি ও ব্যবসায় সুবিধা দিতে ১৪ বছর আগে শুরু হয়েছিল ‘তথ্য আপা’ প্রকল্প। মেয়াদ বাড়িয়ে তিন বছর ধরে চালু রাখা হচ্ছে প্রকল্পটি। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকল্পটির মেয়াদ আরেক বছর বাড়ানো হয়। অন্তর্বর্তী সরকার প্রকল্পের নাম কিছুটা পরিবর্তন করলেও প্রকল্পটির চরিত্র ও বৈশিষ্ট্য অক্ষুণ্নই থাকছে। এখন প্রকল্প চলমান আছে ঠিকই, বেতন নেই কর্মকর্তা–কর্মচারীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও