লস অ্যাঞ্জেলেসে দাবানল: দমকলকর্মী সেজে চলছে লুটপাট
ছয় দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। সোমবার পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতোমধ্যে আগুনে পুড়ে ছারখার হয়েছে বিস্তীর্ণ এলাকাও। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। ভয়াবহ এ ঘটনার মধ্যেই আবার বেড়েছে চুরি ও লুটপাট। দমকল কর্মী সেজে চুরি করছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের কাউন্টির শেরিফ বিভাগের প্রধান রবার্ট লুনা। নিউ ইয়র্ক পোষ্ট।
লুনা জানিয়েছেন, মালিবু এলাকার একটি বাড়িতে চুরির সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে লুনা আরও বলেছেন, তিনি যখন ওই এলাকায় ছিলেন তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখেন। যাকে ফায়ার ফাইটারের মত দেখাচ্ছিল।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি সেভেন লিখেছে, শেরিফ বিভাগ ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন যে দমকলকর্মীর ছদ্মবেশ ধারণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাবানল
- লুটপাট
- ভয়াবহ দাবানল