ডিসি-এসপি-বিভাগীয় কমিশনারদের নজরে থাকবে ভোটার কার্যক্রম
আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্মকর্তাদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ পুলিশ সুপারদের সমন্বয়ে ইতোমধ্যে সাতটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
ইসি জানিয়েছে, নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারের মাধ্যমে যাচাই কার্যক্রম আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে। দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ কাজ সম্পন্ন করা হবে।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে।