আলেমদের বিরুদ্ধে লাগলে প্লেনে উঠারও সময় পাবেন না: মাসুদ
যুগান্তর
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭
আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে, আবার কেউ আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করলে হেলিকপ্টারে উঠারও সময় পাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার রাতে ইসলামী সমাজকল্যাণ পরিষদ যাত্রাবাড়ী থানা আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ মাঠে না থাকায় বদলে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ। ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াতে ইসলামী।