নিয়মিত খেজুর খেলে পালাবে যে তিন রোগ

যুগান্তর প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

খেজুরকে বলা হয় জান্নাতি খাবার। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় ফল ছিল খেজুর। এর উপকারিতা অপরিসীম। রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া (উত্কৃষ্ট) খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। এই খেজুরের নানামুখি গুণ। ভিটামিন বি৬, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ খেজুর শরীরের বহু উপকার করে।


যদি ডায়েবেটিকস থাকে অথবা মিস্টি এড়িয়ে চলতে চান, তবে খেজুর হতে পারে আপনার মিস্টির জোগানদার। প্রতিদিন যদি খেজুর খান তবে হজম শক্তি বাড়বে, হার্টও সুরক্ষায় থাকবে। পুষ্টিবিদদের মতে, খেজুর নিয়মিত খেলে আপনার হাড়ও মজবুত হবে।


হজম সহায়ক


হজমের সমস‍্যা থাকলে খেজুর খেলে উপকার পেতে পারেন। বিশেষ করে কোষ্ঠকাঠিন‍্যের সমস‍্যায় খেজুর দাওয়াই হিসাবে কাজ করে।


হার্টের সুরক্ষায়


হার্টের রোগীদের জন‍্য খেজুর ভীষণ উপকারি। খেজুরে রয়েছে পটাশিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা থেকে রক্তে শর্করার পরিমাণ বাড়তে না দেওয়া, খেজুরের গুণের শেষ নেই।


হাড়ের যত্নে


একটা বয়সের পর থেকে হাড় ক্ষয়ে যেতে শুরু করে। তাই আগে থেকে হাড়ের দেখাশোনা করা প্রয়োজন। খেজুর হাড়ের জন‍্য ভাল। ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে খেজুরে। এই প্রতিটি উপাদান হাড় শক্তিশালী ও মজবুত করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও