আসামের খনি থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৬
ভারতের আসামের দিমা হাসাও জেলার একটি কয়লা খনিতে আটকে পড়া তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে; আরও ছয়জনকে উদ্ধারের চেষ্টা এখনও চলছে।
ছয় দিন আগে হঠাৎ ঢুকে পড়া পানিতে পার্বত্য জেলাটির ওই খনির ভেতরে আটকা পড়েছিলেন তারা।
উদ্ধারকারীরা বলেন, গর্তে ঢুকে পড়া পানি অ্যাসিডিক ও ঘোলাটে হয়ে কয়লার সঙ্গে মিশে গেছে। এতে ভেতরটা ঠিকঠাক দেখা না যাওয়ায় উদ্ধারকাজ চালানো খুব কঠিন হয়ে গেছে। এরমধ্যেই উদ্ধারকারী দলের ডুবুরিরা জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এনডিটিভি লিখেছে, দুর্ঘটনার ষষ্ঠ দিনে এসেও এখনও নিখোঁজ আরও অন্তত ছয়জন শ্রমিক।
শনিবার সকালে খনি থেকে উদ্ধার করা তিন শ্রমিকের একজন ২৭ বছরের লিগেন মাগার, যিনি দিমা হাসাওয়ের বাসিন্দা। আরও দু'জনের পরিচয় জানার চেষ্টা চলার কথা বলেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
আসামের উমরাংসো থানা এলাকার ওই কয়লা খনির এক শ্রমিক ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দেন ভারতীয় সংবাদমাধ্যমকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিখোঁজ
- নিহত
- কয়লা খনি