সংখ্যালঘুদের ওপর হামলা–ভাঙচুরের ঘটনা ১২৫৪টি, মাত্র ২০টি সাম্প্রদায়িক কারণে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ২০:৩৭

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে সংখ্যালঘুদের ওপর হামলা ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে মাত্র ১ দশমিক ৫৯ শতাংশ সাম্প্রদায়িক কারণে ঘটেছে। আর ৯৮ শতাংশের বেশি রাজনৈতিক কারণে ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় পুলিশের অনুসন্ধানের বরাতে এই দাবি করা হয়।


ওই বার্তায় বলা হয়, ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়ে পুলিশ এই তথ্য পেয়েছে। এসময়ে ২ হাজার ১০টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিযোগ। এসব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগ এসেছে ১ হাজার ৭৬৯টি। এগুলোর মধ্যে ১ হাজার ৪১৫টি অভিযোগের অনুসন্ধান করে পুলিশ। বাকি ৩৫৪টির অনুসন্ধান চলছে।


পুলিশ জানিয়েছে, অনুসন্ধান করা অভিযোগগুলোর মধ্যে ১ হাজার ২৫৪টির সত্যতা পাওয়া গেছে। বাকি ১৬১টির সত্যতা পাওয়া যায়নি। সত্যতা মেলা অভিযোগগুলোর মধ্যে ১ হাজার ২৩৪টি অর্থাৎ ৯৮ দশমিক ৪ শতাংশ ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে। বাকি ২০টি অর্থাৎ ১ দশমিক ৫৯ শতাংশ ঘটনা সাম্প্রদায়িক কারণে ঘটেছে।


বার্তায় বলা হয়, ১ হাজার ৪১৫টি অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট স্থান, প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ এবং প্রত্যেকটি স্থান পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থানায় অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুসন্ধানের ভিত্তিতে ৬২টি মামলা এবং ৯৫১টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও