পাচার হওয়া অর্থ ফেরাতে কমিশন দেওয়া হবে: গভর্নর
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশে আইনজীবী নিয়োগ করবে সরকার। বড় অংকের অর্থ ফেরাতে কমিশনও দেওয়া হবে।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠাতব্য ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
-উদ্বোধনী ও ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি।
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকখাতে আমাদের দুর্বলতা অনেকাংশেই কাটিয়ে উঠেছি। রেমিট্যান্স গত ৬ মাসে গড়ে ২৬ শতাংশ করে আছে। ৬ মাসে এসেছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি হয়েছে ২.৫ বিলিয়ন ডলার। আমরা একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছি।