সিলেট থেকে ঢাকা, ভাবনার স্রোতে যেভাবে অবসরের ঠিকানায় তামিম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৫:০০

নির্বাচক কমিটির জন্য ব্যাপারটি ছিল একরকম ‘মিশন ইম্পসিবল।’ তারা জানতেন তামিম ইকবালের মনোভাব। কিন্তু দলের প্রয়োজনও তারা অনুভব করছিলেন তীব্রভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই চেষ্টা করে দেখতে চেয়েছিলেন তারা। ‘হোপ আগেনস্ট হোপ’, যদি কিছু হয়…! সেই চেষ্টায় তামিমের মনে ভাবনার সামান্য দোলা দিতে পেরেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত নাটকীয় কিছু হলো না। বাংলাদেশের সফলতম ওপেনারের পরিণতি রূপ নিল চূড়ান্ত পরিণতিতে।


২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে তামিম যখন আচমকা অবসরের ঘোষণা দিলেন, দেশের ক্রিকেটে তখন সেটা ছিল বড় বিস্ফোরণ। তখন তিনি দলের অধিনায়ক। অমন কিছুর আভাস কিংবা প্রত্যাশা, কিছুই ছিল না। অবসরের পরদিন তৎকালীন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুরোধে আবার অবসর তুলে নেওয়ার সিদ্ধান্তও ছিল মহানাটকীয়। তবে এবার তেমন নাটকীয় কিছু হয়নি। বরং অনুমিত পথই বেছে নিয়েছেন তামিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও