ভেঙে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতির সংসার

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১৯:৪১

ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।


সানিয়া মির্জা, শোয়েব মালিকের সংসার টেকেনি। এমন আরও অনেক ক্রীড়া দম্পতিই আছেন, যাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে ধারণা করা হয়েছিল, এই তালিকায় হয়তো পড়বেন না বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচ। প্রথম পাঁচ বছর পেরিয়ে গেলে সে ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাড়াছাড়িই হয়ে গেল এই তারকা দম্পতির। ৯ বছরের সংসার ভেঙে গেছে তাঁদের।


গত এপ্রিলেই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল খবর দিয়েছিল ফুটবল ও টেনিসের দুই সাবেক তারকার দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর। শোয়েনস্টেইগার জার্মান, আর ইভানোভিচ সার্বিয়ান। দুজনই ইউরোপিয়ান হলেও ভিন্ন ভিন্ন জীবনধারা তাঁদের। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতে হয় শোয়েনস্টেইগারকে। আর ইভানোভিচ থাকেন সার্বিয়াতেই। তিন সন্তানকে দেখাশোনা করেই জীবন কাটে তাঁর। এই বৈপরীত্যই বিচ্ছেদের বীজ হয়েছে তাঁদের মধ্যে। দিন যত গড়িয়েছে, সেটাই বড় হয়ে দুজনের দূরত্ব আরও বাড়িয়েছে। মাঝখানে এমনও খবর বেরোয়, শোয়েনস্টেইগার নাকি নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছেন!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও