‘আসামি ছিনতাই’: বৈষম্যবিরোধী আন্দোলনের অবরোধে এক ঘণ্টা বন্ধ এক্সপ্রেসওয়ে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩
গ্রেপ্তার এক যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধে এক ঘণ্টা যান চলাচল করেনি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।
শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বন্ধ থাকায় ব্যস্ত এক্সপ্রেসওয়েতে গাড়ির দীর্ঘ জট পড়ে যায়।
মারামারি মামলায় গ্রেপ্তার যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে শুক্রবার রাত ১০টার দিকে শতাধিক নেতাকর্মী ছিনিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ধলেশ্বরী টোল প্লাজায় ‘ব্লকেড’ করে।
খবর পেয়ে সেখানে যান সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।