‘ডিফেন্সে আত্মবিশ্বাস না থাকায় ঝুঁকি নিয়ে শট খেলেছে কনস্টাস’
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই আলো ছড়িয়ে আলোচনায় আসেন স্যাম কনস্টাস। বিশেষ করে তার আক্রমণাত্মক ব্যাটিং সবার নজর কাড়ে। যার জন্য ক্রিকেট পাড়ায় বেশ প্রশংসিত হয়েছেন এই ওপেনার। তবে রিকি পন্টিং মনে করেন, অতি আক্রমণাত্মক ব্যাটিংই তার জন্য কাল হতে পারে।
মেলবোর্নে অভিষেক ইনিংসেই করছিলেন ৬০ রান। যেখানে জাসপ্রিত বুমরাহর মতো পেসারের বিপক্ষে নতুন বলেও বেশ সাবলীল ছিলেন তিনি। তবে টেস্ট মেজাজে ব্যাটিং না করে আক্রমণাত্মক কৌশল বেছে নেন তিনি। যেখানে স্কুপ, রিভার্স স্কুপ ও র্যাম্প শটে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছেন কনস্টাস।
ভারত সিরিজে কনস্টাসকে বেশ আত্মবিশ্বাসী মনে হলেও পন্টিংয়ের পর্যবেক্ষণ ভিন্ন। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের ধারণা, ডিফেন্সে আত্মবিশ্বাসী ছিলেন না বলেই ঝুঁকি নিয়ে অতিরিক্ত শট খেছেন এই ওপেনার। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে তাকে মনোভাব পরিবর্তন করতে হবে।
- ট্যাগ:
- খেলা
- অভিষেক
- টেস্ট ম্যাচ