You have reached your daily news limit

Please log in to continue


২০০৭ সালে যাননি, ২০২৫-এ গেলেন ; খালেদা জিয়া কি নির্ভার?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন গত ৭ জানুয়ারি। তিনি যখন ঢাকা ছাড়েন, তখন দেশ শাসন করছে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। এর প্রায় আঠারো বছর আগে ২০০৭ সালে আরেকটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালেও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। সে সময় তিনি ও তার দলের জন্য পরিস্থিতি আরো প্রতিকূল ছিল। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে তখন নানা প্রস্তাব ও সুযোগ-সুবিধার আশ্বাস দেয়া হলেও উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন সে সময় জেলবন্দি থাকা এ নেত্রী।

বিএনপি চেয়ারপারসনের তখন দেশ ছাড়তে না চাওয়ার পেছনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বহুল আলোচিত ‘মাইনাস টু’ পরিকল্পনা বাস্তবায়নের আশঙ্কা কাজ করেছিল বলে অভিমত বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষকদের। ‘এক-এগারোর’ সরকারের এ পরিকল্পনার অংশ হিসেবে সে সময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধানসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সে সময় ভাঙন সৃষ্টিসহ নানাভাবে অস্তিত্বের সংকটের মুখে ফেলে দেয়া হয় বলেও বিভিন্ন সময় অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন