‘মাইনাস টু’র আশা কখনো পূরণ হবে না: আমীর খসরু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ২০:০৮

‘বিরাজনীতিকরণে মনগড়া তত্ত্বে জনপ্রিয় বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


শুক্রবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ‘মাইনাস টু’র কথা বলেন তাদের আশা কখনো পূরণ হবে না।


রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর আমীর খসরু সাংবাদিকদের সামনে কথা বলেন।


তিনি বলেন, “বিরাজনীতিকরণ বা মাইনাস টু- কেউ যদি এরকম মনগড়া কথা বলে এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সেখানে দাঁড়িয়ে আছে… সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে।”


আমীর খসরু বলেন, “বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, তাদের অপেক্ষায় থাকবে। এখানে মাইনাস টু‘র কথা যারা বলে তারা আশা করে আর কি। ওই আশা জীবনে পুরণ হবে না।


“ওটা এরশাদ (এইচএম এরশাদ) পারে নাই, ওইটা ওয়ান-ইলেভেন পারে নাই। আর এখন তো, আজকে বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল, একে নিশ্চিহ্ন করা যাবে না।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও