প্রকাশ্যে আসতেই আটক ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো, ছাড়া পেলেন কিছুক্ষণ পরই
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে গতকাল বৃহস্পতিবার কিছু সময়ের জন্য আটক করেছিল নিরাপত্তা বাহিনী। কয়েক মাস আত্মগোপনে থাকার পর কারাকাসে একটি বিক্ষোভে নেতৃত্ব দিতে প্রকাশ্যে আসামাত্রই আটক হন তিনি। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকৌশলী থেকে রাজনীতিক বনে যাওয়া ৫৭ বছর বয়সী নারী মাচাদো গতকাল কারাকাসে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন। একটি পিকআপ ট্রাকের ওপর দাঁড়িয়ে তিনি হাজার হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় সেখানে বিপুল পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
নির্বাচন নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে নিকোলা মাদুরো শপথ নিতে যাওয়ার প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। আজ শুক্রবার মাদুরোর শপথ নেওয়ার কথা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিরোধী নেতা