![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252F867168da-7a6b-4779-9f11-e68fa9105fd9%252Fprothomalo_bangla_2023_03_b1542036_69c5_4c3e_9706_9038561f85b3_1__cpb_logo.webp%3Frect%3D0%252C0%252C300%252C200%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
স্বৈরাচারী সরকারের মতো জনগণের পকেট কাটার নীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার: সিপিবি
টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ শুক্রবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের বিলোপ, সর্বজনীন রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। টিসিবির কর্মসূচির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করে প্রায় অর্ধকোটি মানুষের পরিবারকে কম মূল্যে পণ্য দেওয়া থেকে বঞ্চিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে দুই নেতা বলেন, সরকার সাধারণ মানুষের ওপর অপ্রত্যক্ষ কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যেমন সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, সাধারণ হোটেল, গ্যাসসহ অপরিহার্য পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে।