খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনের যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০৫
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিন গত মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হওয়ায় দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের অমূল্য ভালোবাসা প্রকাশের কারণে সেদিন ঢাকা মহানগরীর সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ঢাকা শহরে চলাচল করতে নাগরিকদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়েছে।
বিবৃতিতে তিনি দলের পক্ষ থেকে এজন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 'পরিস্থিতি বিবেচনা করে ঢাকাবাসী ওই দিনের চলাচলের ক্ষেত্রে সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে