একজন অ্যান টেলনেস ও আমরা
পুলিৎজার পুরস্কার বিজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনেস মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন। তাঁর এই চাকরিত্যাগের খবর এখন বিশ্ব মিডিয়ায় এক আলোচিত বিষয়। একটি পত্রিকা থেকে একজন কার্টুনিস্টের পদত্যাগের খবরটি বিশ্বব্যাপী চাউর হতো না যদি তা নিছক সাদামাটা পদত্যাগ হতো। এ পদত্যাগের পেছনে রয়েছে এক সংবাদকর্মীর সাহসী পদক্ষেপ। খবরে বলা হয়েছে, নিজের আঁকা একটি কার্টুন ওয়াশিংটন পোস্ট প্রকাশ না করায় অ্যান টেলনেস ইস্তফা দিয়েছেন। কার্টুনটি এমন—নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতজানু হয়ে বসে আছেন ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস, তাঁর সঙ্গে রয়েছেন আমেরিকার বড় শিল্পপতিরা। খবরে বলা হয়েছে, আমেরিকার সাম্প্রতিক অবস্থা তুলে ধরতেই এমন কার্টুন এঁকেছিলেন টেলনেস।
- ট্যাগ:
- মতামত
- পুলিৎজার পুরস্কার