সুস্থ সন্তান জন্ম দিলেই টাকা
যুগান্তর
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
বিশ্বের অনেক দেশে মৃত্যুহারের তুলনায় জন্মহার অনেক কমে গেছে। এ সমস্যার অন্যতম কারণ হলো তরুণ প্রজন্মের বড় একটা অংশ বিয়ে করতে বা সন্তান নিতে আগ্রহী না।
এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে লোকসংখ্যা অনেক কমে যাবে। এ সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে রাশিয়া সরকার। সম্প্রতি রাশিয়া সরকার একটি পদক্ষেপে নিতে যাচ্ছে।
ভ্লাদিমির পুতিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে- এখন থেকে যদি কোনো ছাত্রী সুস্থ সন্তানের জন্ম দেন, তাহলে তাকে ১ লাখ রুবেলের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হলো ১ লাখ ১৮ হাজার ৯৬৬ টাকা।