সন্তান জন্ম দিলেই মিলবে এক লাখেরও বেশি টাকা!
জন্মহার বৃদ্ধির জন্য নতুন ব্যবস্থা চালু করেছে রাশিয়া। তরুণীদের সন্তান নিতে উৎসাহিত করার জন্য ২৫ বছরের কম বয়সি নারী শিক্ষার্থীদের ১ রাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ১৫ হাজার টাকা) দেবে রুশ কর্তৃপক্ষ।
দ্য মস্কো টাইমসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তবে এর জন্য বেশ কিছু শর্তও বেধে দিয়েছে কর্তৃপক্ষ। এই অর্থ পেতে হলে আবেদনকারীদের অবশ্যই স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের পূর্ণকালীন ছাত্রী, ২৫ বছরের কম বয়সী এবং কারেলিয়ার বাসিন্দা হতে হবে।
এছাড়াও স্পষ্টভাবে বলা হয়েছে, মৃত শিশুর জন্মদানকারী মায়েরা এ অর্থ পাবেন না। তবে, হঠাৎ শিশু মৃত্যু সিন্ড্রোমের কারণে শিশুটি মারা গেলে অর্থ দেওয়া বাতিল করা হবে কি না-তা এখনও স্পষ্ট নয়। এছাড়া নীতিমালায় এটাও বলা হয়নি যে,প্রতিবন্ধী শিশুদের জন্মদানকারী তরুণী মায়েদের এ অর্থ দেওয়া হবে কি না।
- ট্যাগ:
- জটিল
- অর্থ অনুদান
- সন্তান জন্মদান
- জন্মহার