তিন মোড়লের নীতির বিপক্ষে বিসিবি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২১

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আগেও টেস্ট ক্রিকেটে দ্বিস্তরের পক্ষে ছিল। এবার এই দুই মোড়লের দেশের সঙ্গে যোগ দিয়ে আরেক মোড়ল ভারতও টেস্টে দ্বিস্তর চাইছে। তাই ধারণা করা হচ্ছে এবার হয়তো দ্বিস্তরের টেস্ট কাঠামো আলোর মুখ দেখতেও পারে।


তবে তিন মোড়লের এই দ্বিস্তরের টেস্ট কাঠামোর বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মিরপুরে বিসিবির মিডিয়া ভবনের সামনে সংবাদমাধ্যমকে এই ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে দিলেন বিসিবির পরিচালন নাজমুল আবেদীন ফাহিম, ‘ছোট দলগুলো বড় দলের সঙ্গে খেলতে না পারলে উন্নতির সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। আমাদের সুযোগ ছিল বড় দলের বিপক্ষে কয়েকটি ম্যাচ জিতে নিজেদের অবস্থান দৃঢ় করার। কিন্তু আমরা দীর্ঘ পরিসরের সংস্করণে প্রয়োজনীয় গুরুত্ব দিইনি, যার ফলে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এখন আমরা কিছুটা কোণঠাসা অবস্থায় আছি। যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তাহলে এটি আমাদের জন্য বড় ধাক্কা হবে। কারণ, টেস্ট ক্রিকেট খেলছে হাতে গোনা কয়েকটি দেশ। এটি পুরো ক্রিকেটেরই ক্ষতিগ্রস্ত করবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও