মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দারুণ আত্মবিশ্বাস সঙ্গী হয়েছে বাংলাদেশ নারী দলের। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেও সিরিজে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়ে বাংলাদেশ।
শেষ দুটিতে জিতে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছে বাংলাদেশ। যার শেষ জয়টি এসেছে আজ।