ঘুমের মধ্যে মলদ্বারে চুলকানি হওয়ার যত কারণ
রাতে ঘুম না আসার নানান কারণের মধ্যে থাকতে পারে- আশপাশের আওয়াজ, দুশ্চিন্তা, অ্যাসিড রিফ্লাক্স কিংবা মন খারাপ।
তবে মলদ্বারে চুলকানির সমস্যার কারণে ঘুম না আসলে অবশ্যই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে।
এই বিষয়ে নিউ ইয়র্ক সিটি ভিত্তিক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এলেনা ইভানিনা ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “হালকা চুলকানি তেমন কোনো বিষয় না। তবে মলদ্বারে অবিরাম চুলকানি হওয়াকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ‘প্রুরাইটাস আনি’। আর এটা হওয়ার নানান কারণ রয়েছে।”
চুলকানি হতে পারে জ্বালাধর্মী, অস্বস্তি, ব্যথাযুক্ত বা মলদ্বারের চামড়া মোটা অনুভূত হওয়া। কৃমি, ত্বকের সমস্যা থেকে শুরু করে অন্তর্বাসের কারণেও এমন হতে পারে।
ত্বকের সংক্রমণ
দেহের যেখানেই চামড়া আছে সেখানেই দেখা দিতে পারে ‘সোরায়সিস’ এবং ‘একজিমা’।
ইভানিনা বলেন, “যদিও সাধারণত সোরায়সিস দেখা দিতে পারে হাঁটু, কনুই, দেহে ও মাথায়। তবে মলদ্বারের আশপাশেও হতে পারে।”