You have reached your daily news limit

Please log in to continue


ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেপ্তার

ফিলিপাইনের ম্যানিলায় বুধবার সন্দেহভাজন এক অনলাইন প্রতারণা সংস্থায় পরিচালিত ‘বৃহৎ আকারের’ অভিযানে প্রায় ৪০০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জাতীয় অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ একটি ভবনে অভিযান চালিয়ে কর্মীদের অনলাইনে প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক করে। সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ায় অনুরূপ প্রতারণা সংস্থাগুলোর বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

এসব সংস্থায় মানবপাচারের শিকার ব্যক্তিদের জোরপূর্বক ভুয়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগসহ বিভিন্ন প্রতারণায় লিপ্ত করা হয়।

এদিনের অভিযানের বিষয়ে অভিবাসন ব্যুরোর গোয়েন্দা বিভাগের প্রধান ফরচুনাটো মানাহান এক বিবৃতিতে বলেন, ‘তাদের কার্যক্রম অভিবাসন আইন লঙ্ঘন করেছে এবং জনগণের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস চলতি বছরের জুলাই মাসে ঘোষণা দিয়েছিলেন, ২০২৪ সালের শেষে দেশটির অনলাইন গেমিং অপারেটর (পোগো) কার্যক্রম বন্ধ করা হবে। কারণ এগুলো মানবপাচার, অর্থপাচার, অনলাইন প্রতারণা, অপহরণ, হত্যাসহ নানা অপরাধের আড়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন