ইসলামী ব্যাংকের অর্থ ‘আত্মসাৎ’, এস আলমের ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:০৪

প্রায় সাত বছর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের প্রায় ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক।


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল হক। ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের এই মামলায় তার সঙ্গে আসামি করা হচ্ছে আরও ৫৩ জনকে।


বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়ে বলেছেন, দুদক তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। যে কোনো দিন মামলা হবে।


আহসানুল আলমের বিরুদ্ধে ইতোমধ্যে ঋণ জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ১ হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা হয়েছে। সে মামলায় তার সঙ্গে আসামি করা হয়েছে ৫৭ জনকে।


মুরাদ এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৯ ডিসেম্বর মামলাটি করা হয়েছে।


দুদকের এই মহাপরিচালক বলেন, অনুসন্ধানে নাম আসা এসব ব্যক্তির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জুবিলী রোড শাখা থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার জন্য পাচার করার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও