You have reached your daily news limit

Please log in to continue


অলিম্পিকেও গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করেছে। শীর্ষ দুই ক্রীড়া ফেডারেশনের পর বাংলাদেশের অন্যতম বড় ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও গঠনতন্ত্র সংশোধন ও যুগপোযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সম্প্রতি নির্বাহী সভায় গঠনতন্ত্র যুগোপযোগী করার বিষয়ে আলোচনা করে। এরই আলোকে গত পরশু ছয় সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন হয়েছে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খানকে। 

এই কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিস সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব), জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া সাজিয়া আফরিন। এই কমিটির সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব)। গঠনতন্ত্র পর্যালোচনা বিষয়ক কমিটিতে বিওএ বর্তমান নির্বাহী কমিটি এবং বিওএ সচিবালয়েরও কেউ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন